বৃষ্টির যত আমল

3:30:00 PM
















বৃষ্টিআল্লাহ তাআলার অনেক বড়নেয়ামত বৃষ্টিরমাধ্যমে তিনি উদ্ভিদ গজান বৃষ্টিনা হলে ফসল ফলানোসম্ভবপর হয় নাবৃষ্টির পানিতে সিঞ্চিত হয়েযে তরু-লতা, গাছ-পালা, শস্য, ফলমূলজন্মে সেটাই মানুষ পশুপাখির জীবন ধারনের প্রধানউপকরণ বৃষ্টিরমাধ্যমে ধরার বুকময়লা আবর্জনা ধুয়ে মুছে, রোগ-জীবানু মুক্ত হয়েমানুষের বসবাসের জন্য পবিত্রতা অর্জনকরে পৃথিবীরতাপমাত্রা নিয়ন্ত্রণে বৃষ্টির বড় ভূমিকা রয়েছে তাইতোবৃষ্টি পেয়ে আল্লাহ তাআলারশুকরিয়া আদায় করা মানুষেরকর্তব্য এবং অনাবৃষ্টি দেখাদিলে তা থেকে মুক্তিরজন্য বৃষ্টির নামায আদায় করাপ্রত্যেক মুসলমানের কর্তব্য মানবজীবনে বৃষ্টির প্রয়োজনীয়তা বৃষ্টির এমনগুরুত্বের কারণে রাসূল সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম আমাদেরকেবৃষ্টি সংক্রান্ত বেশ কিছু শিষ্টাচারশিখিয়েছেন যা আমরা তাঁরসুন্নাহ থেকে জানতে পারিঃ
বৃষ্টিরজন্য জুমার খোতবাতে দোয়া করা:   আনাস (রাঃ) কর্তৃক বর্ণিত হাদিসেএসেছে- একবার রাসূল সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম জুমারখোতবা দেয়াকালেএকব্যক্তি রাসূলসাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামেরনিকট বৃষ্টিরজন্য দোয়াকরার আবেদনজানালেনতখন তিনিহাত তুলেদোয়া করলেন: আল্লাহুম্মা আগিছনা, আল্লাহুম্মা আগিছনা, আল্লাহুম্মা আগিছনা(হে আল্লাহ, আমাদের বৃষ্টিদিন, হে আল্লাহ আমাদেরবৃষ্টি দিন, হে আল্লাহ, আমাদের বৃষ্টিদিন)[সহিহ বুখারি, ১০১৪] সে জন্য জুমার খোতবাতেসকল মুসল্লিকে নিয়ে বৃষ্টির জন্যদোয়া করা সুন্নত


বৃষ্টিরপ্রার্থনার নামায আদায় করা:   অনাবৃষ্টি দেখা দিলে রাসূলসাল্লাল্লাহু আলাইহি মুসলমানদেরকে নিয়েবৃষ্টি প্রার্থনার দুই রাকাত নামাযখোলা ময়দানে গিয়ে আদায়করতেন নামাযশেষে খোতবা দিতেনমুসলমানদেরকে নসীহত করতেনএরপর দোয়া করতেন, আল্লাহরকাছে ক্ষমা প্রার্থনা করতেনএবং বৃষ্টি চাইতেনএরপর তিনি তাঁর পরিধেয়পোশাক (পাগড়ি বা জামা) উল্টিয়ে পরতেন সহিহবুখারিতে এসেছে- “নবী সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম ইসতিসকা (বৃষ্টি প্রার্থনা) এরনামায আদায় করেছেন দুইরাকাত, এরপর তিনি তাঁরচাদর উল্টিয়ে পরেন
[সহিহবুখারি, ১০২৬]

বৃষ্টিনামলে গায়ের কিছু অংশ অনাবৃত করা সুন্নত:  যখন বৃষ্টি নামেতখন গায়ের কিছু অংশেরপোশাক অনাবৃত করা সুন্নত আনাস(রাঃ) হতে বর্ণিত হাদিসেরয়েছে- একদা আমরা রাসূলসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেরসাথে ছিলাম সেসময় আমাদেরকে বৃষ্টি পেয়েছেতখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম তাঁর গায়ের পোশাককিছুটা সরিয়ে নিলেন যাতেতার গায়ে বৃষ্টি পড়ে আমরাজিজ্ঞেস করলাম: আপনি এমনটিকেন করলেন? তিনি বললেন: “যেহেতু বৃষ্টি তার রবেরনিকট হতে নবাগত
[সহিহমুসলিম, ৮৯৮]

বৃষ্টিরসময় পঠিতব্য দোয়া:  আয়েশ (রাঃ) থেকেবর্ণিত হাদিসে এসেছে বৃষ্টিদেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলতেন: আল্লাহুম্মা, সাইয়্যিবাননাফিআ (হে আল্লাহ, যেন হয় কল্যাণকর বৃষ্টি)
[সহীহবুখারি, ১০৩২]

বৃষ্টিরসময় দোয়া কবুল হয় সাহল বিন সাদ(রাঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম হতে বর্ণনা করেনযে, দুই অবস্থার দোয়াফিরিয়ে দেয়া হয় না আযানেরসময়ের দোয়া এবং জিহাদকালীনদোয়া যখন একপক্ষ অপরপক্ষের মুখোমুখি হয় অপরএক বর্ণনাতে আছে- বৃষ্টিকালীন দোয়া[সুনানেআবু দাউদ, আলবানী হাদিসটিকেহাসান বলেছেন]

বৃষ্টিরপর যে দোয়া পড়তে হয়:   যায়েদ বিন খালেদআলজুহানি (রাঃ) হতে বর্ণিতহাদিসে এসেছে- “আর যে ব্যক্তিবলবে: মুতিরনা বি ফাদলিল্লাহি ওয়ারাহমাতিহি। সে ব্যক্তি আমারপ্রতি ঈমানদার এবং নক্ষত্রের (প্রভাবের) প্রতি কাফের [সহিহ বুখারি সহিহ মুসলিম]

​​ব্যাপক বৃষ্টি ঢল নামার আশংকা হলে করণীয়:   হাদিসে এসেছে- যদিব্যাপক বৃষ্টিপাতের মাধ্যমে ধন-সম্পদ নষ্টহওয়া, রাস্তাঘাট ডুবে যাওয়া এবংজনজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা দেখাদেয় তখন নবী সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম বলতেন: হে আল্লাহ! আমাদের আশপাশে বৃষ্টিদিন, আমাদের উপরে নয় হেআল্লাহ! পাহাড়-টিলা, খাল-নালা এবং উদ্ভিদগজাবার স্থানগুলোতে বৃষ্টি দিন

বৃষ্টিরমৌসুমেও অনাবৃষ্টিতে আমরা যে কষ্টপাই এর থেকে নাজাতপাওয়ার জন্য আমাদেরকে আল্লাহরদিকে ফিরে আসা উচিত ইসতিগফারকরা উচিত বৃষ্টিরনামায আদায় করা উচিত জুমারখোতবাতে বৃষ্টির জন্য দোয়া করাউচিত বৃষ্টিপেলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা এবং সংক্রান্ত সুন্নতগুলো পালন করার চেষ্টাকরা বাঞ্চনীয় আল্লাহআমাদেরকে তাঁর আযাব গজব থেকে হেফাযত করুন আমীন
Please Share this article and earn reward from Allah.
আপনি কি লেখাটি পড়েছেন? তাহলে কুইযে অংশগ্রহণ করুনঃ
কুইযঃ

1. Opening some part of the body and making it wet in rain water is
Sunnah
Bidah
Farz
Makrooh
2. Prayer for Rain is of
2 Rakah
3 Rakah
4 Rakah
5 rakah
3. Which one is right?
Prophet (SM) used to shave his head after praying for Rain
Prophet (SM) used to sleep after praying for Rain
Prophet (SM) used to reverse his overcloth after praying for Rain
None
4. According to Islam, Rain is
Curse
Problem
Blessing from Allah
None
5. Supplication is accepted during prayer. this statement is
False
Partially False
True
Partially True
Score =
Correct answers:


No comments:

Powered by Blogger.