ব্যবসা ও লেনদেনের ক্ষেত্রে ইসলামের সৌন্দর্য- একটি চমৎকার গল্প............











মদীনার বাজার পড়ন্ত বিকেলে একজন খদ্দের এসে দাড়ালেন একজন সাহাবার দোকানে একটা পণ্যের দাম শুনে কিনতে সম্মত হলেন ক্রেতা কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে সাহাবা দূরের আরেকটি  দোকান দেখিয়ে  বললেন পণ্যটি সেখান থেকে কিনতে দাম একই, জিনিসও একই
আপনি যদি ব্যবসায়ের ছাত্র হন তাহলে বলবেন এই জন্যই ইহুদিরা সারা দুনিয়া নিয়ন্ত্রণ করে; মুসলিমরা ব্যবসা বুঝেই না খদ্দের মানে হাতের লক্ষী হাতের লক্ষী কেউ পায়ে ঠেলে? ক্রেতাকে ফিরিয়ে দেওয়া মানে ব্যবসায় লাল বাতি জ্বলা
যাহোক, আমাদের ঘটনার ক্রেতাও হয়ত এসব সাত-পাঁচ ভাবতে ভাবতে গেলেন অন্য দোকানটায় পণ্যটা কিনে ফেরত আসলেন প্রথম দোকানে সাহাবা জিজ্ঞেস করলেন ক্রেতাকে, ‘পাওনি তোমার জিনিস?’
পেয়েছি, কিন্তু আমি অন্য একটা জিনিসের জন্য এসেছি
কী?
তুমি যার কাছে আমাকে পাঠিয়েছিলে সে আমারই ধর্মের মানুষইহুদি আমরা তোমাদের পছন্দ করি না কিন্তু তুমি একজন ব্যবসায়ী হয়ে প্রতিদ্বন্দ্বীর কাছে আমাকে পাঠালে, মুসলিম হয়ে একজন ইহুদিকে ব্যবসার সুযোগ করে দিলে? কেন?
কারণ আল্লাহ আমাকে আজকের মত যথেষ্ট রিযক্দিয়েছেন আর বেচারা সকাল থেকে বসে আছেআজ কোন বিক্রিই হয়নি ওর তারও তো পরিবার আছে একজন খদ্দের পেলেও তার ন্যুনতম চাহিদাটুকু হয়ত মিটবে
ক্রেতাটি হতবাক হয়ে ভাবলযে ধর্ম মানুষের কল্যাণের কথা এভাবে মানুষকে ভাবতে শেখায় সেটা সত্য বই মিথ্যা হতে পারে না পণ্য কিনতে এসে ইহুদি ব্যক্তিটি জান্নাত কিনে নিয়ে চলে গেল
ইসলাম কিন্তু এভাবেই পৃথিবীতে ছড়িয়েছে তাত্ত্বিক আলোচনার মাধ্যমে না, জীবনে প্রতিফলনের মাধ্যমে সাহাবারা হার্ভার্ড বিজনেস স্কুলের ছাত্র ছিলেন না তাদের অভিধানে মনোপলি, কম্পিটিটর, গ্রোথ কার্ভের মতো কঠিন সব ধারণা ছিলো​ না তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া রিযক্তারা বান্দাদের সাথে ভাগ করে নিতেন তারা দুহাত উপুড় করে মানুষকে দিতেন, কারো কাছে ব্যক্তিগত প্রয়োজন মেটাতে হাত পেতে ভিক্ষে মাঙতেন না শোষণ-লুন্ঠন-প্রবঞ্চনা-প্রপঞ্চনা তো দূরের কথা। ইসলাম মেনে ব্যবসা করলে সবাই উপকৃত হবে
ইসলাম সম্পর্কে আমাদের সকলের জানা দরকার এবং সেই অনুযায়ী আমল করাও প্রয়োজন
আল্লাহ ক্ষুধা-তৃষ্ণার উর্ধ্বে পাথরের দেবতার মতো তিনি ভোগ চান না মানুষ কাজ করে তাকে খাওয়াবে সে সুযোগই নেই আল্লাহ চান মানুষ যেন পৃথিবীতে ভালো থাকে সেজন্যই ইসলামী শরিয়াহ তাদের কাছে পাঠিয়েছেন আমরা এই সহজ সত্যটা যত তাড়াতাড়ি বুঝব ততই মঙ্গল
সংগৃহীত 

No comments:

Powered by Blogger.